Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

আমাদের ভবিষ্যৎ পরিকল্পনা

সিভিল সার্জন অফিস, মেহেরপুর এর কর্মসম্পাদনের সার্বিক চিত্র

(Overview of the Performance of the Civil Surgeon Office, Meherpur)

 

সাম্প্রতিক অর্জন, চ্যালেঞ্জ এবং ভবিষ্যত পরিকল্পনা

 

সাম্প্রতিক বছরসমূহের (৩ বছর) প্রধান অর্জনসমূহ:

মেহেরপুর জেলার ৭২ টি কমিউনিটি ক্লিনিকের মাধ্যমে গ্রামীন জনগনের দোরগোড়ায় স্বাস্থ্য সেবা সুনিশ্চিত করা হচ্ছে। মুজিবনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে টেলিমেডিসিন সেবা চালু করণের মাধ্যমে জনগনের বিশেষজ্ঞ সেবা নিশ্চিত করা হয়েছে। টিকাদান কর্মসূচীতে উল্লেখযোগ্য সাফল্য অর্জিত হয়েছে। জেলার ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের সম্প্রসারিত নতুন ভবনের কাজ শুরু হয়েছে। নার্সিং ইন্সটিটিউটের জমি ক্রয় ও সয়েল টেস্টের কাজ সম্পন্ন হয়েছে এবং ভবন নির্মাণ কাজ শুরুর প্রক্রিয়াধীন।

 

সমস্যা এবং চ্যালেঞ্জসমূহ:

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের কর্মপরিধি ব্যাপক ও বহুমাত্রিক। সীমিত সম্পদ, দক্ষ মানব সম্পদের স্বল্পতা ও ব্যবস্থাপনাগত দুর্বলতার কারণে কাঙ্খিত, মানসম্মত ও সমতাভিত্তিক স্বাস্থ্য সেবা প্রদান করা দুরুহ হয়ে পড়েছে। স্বাস্থ্যকর্মীদের পেশাগত উৎকর্ষ, উৎসাহ, উদ্দীপনা ও জনবলের অভাব গুণগত স্বাস্থ্য সেবা প্রদানের অন্যতম চ্যালেঞ্জ।

 

ভবিষ্যৎ পরিকল্পনা:

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের বহুবিধ কার্যক্রম বাস্তবায়নের লক্ষ্যে সাংগঠনিক কাঠামোর পুনর্বিন্যাসের মাধ্যমে স্বাস্থ্যসেবা ব্যবস্থাপনায় স্থানীয় জনগণকে সম্পৃক্ত করার পরিকল্পনা গ্রহন করা হয়েছে। প্রাথমিক স্বাস্থ্যসেবা নিশ্চিত করার লক্ষ্যে নতুন ১ টি কমিউনিটি ক্লিনিক নির্মাণ সহ ৭২ টি ক্লিনিকের মাধ্যমে গুনগত সেবা নিশ্চিত করন ও ১ টি ৩১ শয্যা বিশিষ্ট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে ৫০ শয্যায় উন্নীতকরনের প্রশাসনিক অনুমোদন পাওয়া গেছে কিন্তু জনবল, পথ্য ও  ঔষধের আর্থিক অনুমোদনের   অপেক্ষায় আছে। গ্রামীণ জনগণের স্বাস্থ্যসেবা নিশ্চিতকরণে মানব সম্পদ উন্নয়নে অধিক গুরুত্ব প্রদান করা হবে। জনগণের পুষ্টিমান উন্নয়নে ভিটামিন-এ পরিপূরক গ্রহীতার হার ১০০% ভাগে উন্নীত করা হবে।

 

২০১৯-২০ অর্থবছরের সম্ভাব্য প্রধান অর্জনসমূহ:

          ইপিআই কভারেজ হার (এমআর) ৯৮% এ উন্নিতকরণ

          যক্ষা সনাক্তকরণ হার ৭৮% উন্নিতকরণ

          জেলা সিভিল সার্জন অফিসের অধীন সকল প্রতিষ্ঠানের জনবলের জন্য হালনাগাদ অনলাইন ডাটাবেইজ তৈরী করণে

সহায়তা করা

          মনিটরিং রির্পোট বাস্তবায়ন করা

          স্থানীয় জনগনের সম্পৃক্ত করণের মাধ্যমে কমিউনিটি ক্লিনিকের উন্নয়ন ও সেবাদানের মান বাড়ানো।