ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন
শিশুর সুস্থভাবে বেঁচে থাকা,স্বাভাবিক বৃদ্ধি ও দৃষ্টিশক্তির জন্য ভিটামিন 'এ' সবচেয়ে গুরুত্বপূর্ণ এক অনুপুষ্টি
•ভিটামিন 'এ' মানবদেহে তৈরি হয় না।
•সুতরাং ভিটামিন 'এ' খাদ্য বা সম্পূরক মাধ্যমে গ্রহণ করা আবশ্যক
শিশুর দেহে ভিটামিন ‘এ’র ভূমিকা
qচোখের স্বাভাবিক দৃষ্টি শক্তি বজায় রাখা
qশরীরের স্বাভাবিক বৃদ্ধি বজায় রাখা
qশ্বাসতন্ত্র, পরিপাক তন্ত্রের আবরণী রক্ষা করা
qরোগজীবাণু সংক্রমনের তীব্রতা হ্রাস করা তথা রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করা
qশিশুর গর্ভকালীন সময়ের বৃদ্ধি স্বাভাবিক রাখা
qত্বকের শুষ্কতা দূর করা
qরক্তস্বল্পতা প্রতিরোধ করা